Logo

বুয়েটকে উপহার হিসেবে দেওয়া হলো দুটি আধুনিক বাস

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১১ অক্টোবর, ২০২৫, ১৯:৪১
4Shares
বুয়েটকে উপহার হিসেবে দেওয়া হলো দুটি আধুনিক বাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ ও সুরক্ষিত করতে পূবালী ব্যাংক পিএলসি দুইটি নতুন বাস উপহার দিয়েছে।

বিজ্ঞাপন

এই উপলক্ষে শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় বুয়েট পরিবহন পুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের হাতে প্রতীকী চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএইআরএস-এর পরিচালক অধ্যাপক ড. আরিফ হাসান মামুন।

উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “পূবালী ব্যাংক পিএলসি শিক্ষার্থীদের সুবিধার্থে দুটি বাস প্রদান করেছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটি শুধু একটি যানবাহন নয়, বরং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্যাংকের আন্তরিক সম্পর্কের প্রতীক।”

তিনি আরও যোগ করেন, “আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা এই বাসগুলো যত্নসহকারে ব্যবহার করবে। এটি শুধু যাতায়াতের জন্য নয়, বরং পূবালী ব্যাংকের আস্থা ও ভালোবাসার প্রতীক।”

বিজ্ঞাপন

পূবালী ব্যাংকের সিইও মোহাম্মদ আলী বলেন, “আজকের এই অনুষ্ঠান আমার জন্য বিশেষ গুরুত্ববহ। একজন সাবেক বুয়েট ছাত্র হিসেবে আমি আনন্দিত যে, আমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। দুটি বাস হস্তান্তর করা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমার ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ।”

চাবি হস্তান্তর অনুষ্ঠানে বুয়েটের ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মো. শাহনেওয়াজ খান (উপ ব্যবস্থাপনা পরিচালক), মোছা. মাসুমা খাতুন (উপ-মহা ব্যবস্থাপক ও শাখা প্রধান, শাহবাগ এভিনিউ শাখা), ফারহানা হক (সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, শিশু পার্ক শাখা), মো. মিজানুর রহমান (সহকারী মহাব্যবস্থাপক) এবং ইয়াসির আরাফাত (সেলস ম্যানেজার, কার্ড বিজনেস ডিভিশন)।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD