Logo

শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্মদিনে শেকৃবির শ্রদ্ধাঞ্জলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৯:০৮
13Shares
শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্মদিনে শেকৃবির শ্রদ্ধাঞ্জলি
ছবি প্রতিনিধি।

বাঙালি জাতির শৃঙ্খলমুক্তির দিশারী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও জাতীয় নেতা শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মোরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ এ. কে. ফজলুল হকের মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ততকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ইস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যা ২০০১ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, পরিচালক পরিবহন পুল অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোষ্ট ড. মুহাম্মদ মাহবুব ইসলাম, শেরেবাংলা হল প্রভোষ্ট অধ্যাপক মো. আব্দুল লতিফ, বেগম রোকেয়া হল প্রভোষ্ট অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানুসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

বিজ্ঞাপন

বাদ আসর শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের জন্ম বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উভয় মসজিদের মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্মদিনে শেকৃবির শ্রদ্ধাঞ্জলি