Logo

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৮ অক্টোবর, ২০২৫, ১৫:৩৩
14Shares
আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়, তবে দ্রুত পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, আজ সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এরপর প্রতিশোধ হিসেবে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।

বিজ্ঞাপন

দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০-৬০ জন শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে সংঘর্ষের জন্য জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দেয়। তবে নির্দেশনা না মানায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। এরপর পুলিশ ধাওয়া দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ ঘটনায় শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে গিয়ে ছত্রভঙ্গ হয়।

বিজ্ঞাপন

ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। তাদেরকে আমরা ছত্রভঙ্গ করেছি। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করেছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD