Logo

ইবিতে হল ও সেশন ফি কমানোর দাবিতে মানববন্ধন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৭ অক্টোবর, ২০২৫, ১৬:৫৭
37Shares
ইবিতে হল ও সেশন ফি কমানোর দাবিতে মানববন্ধন
ছবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা হল ও সেশন ফি কমানোর দাবিতে প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেগুলোতে লেখা ছিল—‘ফি কমাও, ছাত্রের স্বপ্ন বাঁচাও’, ‘পাবলিক না-কি প্রাইভেট?’, ‘হল ফি’র জুলুম থেকে রেহাই চাই’, ‘সেশন ফি’র জুলুম থেকে রেহাই চাই’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,যেখান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল ফি ১২০ টাকা সেখানে ইবিতে হল ফি ৩৩০০ টাকার বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেখানে সারাবছরে শিক্ষার্থীদের ৩১২৬ টাকা খরচ করতে হয়। সেখানে ইবিতে সারাবছরে দশ হাজার টাকা খরচ করতে হয়। আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি মাত্রারিক্ত এসব ফি দ্রুত কমাতে হবে।’

এসময় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন ইবি শাখার সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, ‘আমরা আসলেই পাবলিক না-কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের এখানে এসব ফি-গুলো মাত্রারিক্ত ও অসহনীয় পর্যায়ে বলা যায়। আগে হল ফি বছরে একুশশত টাকা দেওয়া লাগতো কিন্তু ২০২২ সালে পর থেকে এই নিয়ম পরিবর্তন করে ৩৩০০ টাকায় বৃদ্ধি করা হয়। যেটা একদমই অযৌক্তিক। প্রশাসনের কাছে দাবি জানাই হল ফি, সেশন ফিসহ অন্যান্য যে ফি-গুলো আছে অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে আমাদের একটি যৌক্তিক সমাধান দেন।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD