Logo

সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু, অবহেলাকারীদের বিচারসহ ৪ দফা দাবি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৭ অক্টোবর, ২০২৫, ১৪:২৪
77Shares
সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু, অবহেলাকারীদের বিচারসহ ৪ দফা দাবি
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর সুইমিংপুলে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্ব অবহেলাকারীদের বিচার করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই মানববন্ধন করে তারা।

নিহত সায়মা হোসাইন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- হল, সুইমিংপুল ও মেডিকেল সেন্টার– এসব স্থানে যাদের অবহেলা রয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে বিচার কার্যক্রম গ্রহণ করা; নিহত সায়মা হোসেনের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ প্রদান করা; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার অবিলম্বে সংস্কার ও উন্নত সেবার নিশ্চয়তা দেওয়া এবং সায়মা হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় সুইমিংপুলের এক পাশের নামকরণ তার নামে করা।

বিজ্ঞাপন

মানববন্ধনে জাহিরা নামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, সায়মা আপু সাতার জানতেন। উনি সুইমিং পুলে প্রাকটিস করতে গিয়ে তাপসী রাবেয়া হলের তানজিলা আপুর সঙ্গে সাতার প্রতিযোগীতা করেন। প্রতিযোগীতায় তানজিলা আপু জিতে যান। এরপর তানজিলা আপু পুল থেকে উঠে যান। কিন্তু সায়মা আপু একপর্যায়ে ডুবে যান। ওখানে আরও ৮-১০ জন ছিলেন, কিন্তু কেউ বিষয়টি লক্ষ্য করেননি! আর সুইমিং পুলের পানির অবস্থা এতো খারাপ যে ওখানে কেউ ডুবে গিয়েছে, সেটা দেখা যায় না!

তিনি আরও বলেন, ‘দীর্ঘক্ষণ ওনাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন সবাই। আদিবাসী এক আপু প্রথম ওনাকে ডুবন্ত অবস্থায় দেখেন। এরপর একজন ট্রেইনার নেমে ওনাকে তুলতে পারেননি। ৪০-৪৫ কেজি ওজনের একটা মেয়েকে কেনো তুলতে পারলেন না, এটা বুঝি নাই। পরে ৮-১০ জনের কেউই তুলতে পারেননি!’

বিজ্ঞাপন

জাহিরা বলেন, ‘বাইরে থেকে পুরুষ মানুষ ডেকে এনে তোলা লেগেছে। আবার সেখান থেকে মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে দেখে অক্সিজেন নাই। বাইরের একটা মেয়ে সিপিআর দেওয়ার সময় মেডিকেল সেন্টারের ডাক্তার তাকে নিষেধ করেন। অথচ ওই ডাক্তার কিছুই না করে পাশে দাঁড়িয়ে ছিলেন। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবহেলার করুণ পরিণতি। আর কয়টা লাশ পড়লে এই পরিস্থিতির অবস্থান হবে, সেটাই দেখার বিষয়।’

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ মেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD