জাপান সফর শেষে দেশে ফিরলেন বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গতরাতে দেশে ফিরেছেন।
বিজ্ঞাপন
গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) তিনি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। হিরোশিমা পাবলিক ইউনিভার্সিটি ও কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA–COL)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় “The Journey of Digital Transformation of Education in Bangladesh Program” শীর্ষক আন্তর্জাতিক কর্মসূচি। এতে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আমন ধানের ব্যাপক ক্ষতি
অনুষ্ঠানে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর, উন্মুক্ত ও দূরশিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরেন। তাঁর প্রাঞ্জল বক্তব্যে শিক্ষার গণতান্ত্রিকীকরণ ও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষভাবে আলোচিত হয়।
বিজ্ঞাপন
আয়োজনে উপস্থিত আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা বাংলাদেশের শিক্ষা রূপান্তর মডেল ও বাউবির উদ্যোগের প্রশংসা করেন। সংশ্লিষ্ট মহল আশা করছে, উপাচার্যের এ সফর বাউবির আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা ও শিক্ষা বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।
উপাচার্যের সফরসঙ্গী হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের যুগ্ম পরিচালক জনাব সোহেল আহমেদ।








