Logo

টেকসই কৃষি নিয়ে গাকৃবির আন্তর্জাতিক সম্মেলন ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
৩ নভেম্বর, ২০২৫, ১৮:১৪
3Shares
টেকসই কৃষি নিয়ে গাকৃবির আন্তর্জাতিক সম্মেলন ঘোষণা
ছবি প্রতিনিধি।

গাজীপু বিশ্ববিদ্যালয়ের গত এক বছরের অর্জন, আসন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংবাদিক সম্মেলন।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।

প্রধান অতিথি, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে ঘোষণা করেন, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “টেকসই খাদ্য নিরাপত্তার জন্য পুনরুজ্জীবনশীল কৃষি। এতে দেশি-বিদেশি গবেষক, কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও কৃষকরা অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

ভাইস-চ্যান্সেলর দায়িত্ব নেয়ার এক বছরেই গাকৃবি অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য। এর মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন চত্বরকে ‘৩৬ জুলাই চত্বর’ ঘোষণা, শহিদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান, বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত রাখা এবং আধুনিক শিক্ষার মডেলে রূপান্তর।

বিজ্ঞাপন

২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন (THE) র‍্যাঙ্কিংয়ে গাকৃবি বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে। এছাড়াও, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (URI) ২০২৫-এ দেশীয় প্রথম এবং বিশ্বের ৭৭তম স্থানে উঠে এসেছে।

এক বছরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন সুগন্ধিযুক্ত দ্রুত ফলনশীল ধান ‘জিএইউ ধান-৩’, উচ্চ লবণ সহিষ্ণু গম ‘জিএইউ গম-১’ এবং জলজ ফসল ‘শাপলা-১’ ও ‘শাপলা-২’। গাকৃবি “স্মার্ট এগ্রিকালচার রোডম্যাপ” বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি চালু করেছে।

আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে জাপান, কানাডা, চীন, বতসোয়ানা ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে একাধিক MoU স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটাল ও মোবাইল মিল্ক টেস্টিং ল্যাবরেটরির মাধ্যমে কৃষক ও গবাদিপশুর সেবা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, গাকৃবি গবেষণা, বৃক্ষরোপণ, টেকসই কৃষি প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ, টেকসই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন, যার উত্তর দেন ভাইস-চ্যান্সেলর। অনুষ্ঠান শেষ হয় ধন্যবাদ জ্ঞাপন ও আগামী অভিযাত্রায় আশাবাদ ব্যক্ত করে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD