Logo

প্রাথমিক স্কুলে সংগীত শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে গানের মিছিল

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৯
36Shares
প্রাথমিক স্কুলে সংগীত শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে গানের মিছিল
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের পদ বাতিলের প্রতিবাদে ‘গানের মিছিল’ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ‘কণ্ঠমুক্তির গান’ ব্যানারে শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে নতুন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’-এ নতুন সংযোজিত সংগীত ও শরীরচর্চা সহকারী শিক্ষক দুই পদ মৌলবাদী গোষ্ঠীর আপত্তির মুখে বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা সাম্প্রতিক নারী নির্যাতন, শ্রমিকদের ওপর হামলা এবং বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের মানুষের ওপর নিপীড়নের ঘটনাও নিন্দা জানান।

প্রত্নতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দুর্বার আদি বলেন, ‘সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল, নাট্যোৎসব বন্ধ, মন্দিরে হামলা কিংবা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের উদ্যোগ—এসবই আমাদের সাংস্কৃতিক সহাবস্থানের ওপর আঘাত। মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত আমাদের শক্তির মূল ছিল সংস্কৃতি। এই আক্রমণ সংস্কৃতির নয়, আমাদের অস্তিত্বের ওপর। আমরা গান দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং সুদান, ফিলিস্তিনসহ সব গণহত্যার বিরুদ্ধে ঐক্যের আহ্বান করছি।’

অন্য এক শিক্ষার্থী অদ্রিতা রায় বলেন, ‘অন্তর্বর্তী সরকার ধারাবাহিকভাবে উগ্রবাদী প্রবণতা ও মব ভায়োলেন্স দমন করতে ব্যর্থ হয়েছে। সাংবিধানিক অধিকার রক্ষার বদলে প্রতিক্রিয়াশীল শক্তিগুলোকে আরও সাহসী করে তোলা হচ্ছে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD