ফ্যাসিবাদীদের পরিণতি কী হয়, সেটা আজকের রায় দেখাল: ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য শিক্ষা। ক্ষমতা পাওয়ার পর যে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে এবং ফ্যাসিস্ট শাসনের চূড়ান্ত পরিণতি কী হতে পারে, সেটা আজকে শিক্ষা নেওয়ার দিন।
বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর ফরহাদ হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন।
ফরহাদ হোসেন বলেন, আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। শেখ হাসিনা তার রাষ্ট্রীয় ও দলীয় বাহিনী নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের হত্যা, আগুনে পুড়িয়ে মারা, ক্রসফায়ার এবং গুম—এসবের মধ্যে কিছু মামলার বিচার আজ সম্পন্ন হয়েছে। যদিও পুরো ঘটনার বিচার এখনও বাকি আছে, তবু আজকের রায় শহীদ পরিবারগুলোর জন্য কিছুটা সান্ত্বনা এনেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যেসব প্রমাণ এবং রেকর্ড ফাঁস হয়েছে, তার ওপর ভিত্তি করে কিছু নির্দিষ্ট অভিযোগের বিচার সম্পন্ন হয়েছে। আমাদের আরও অসংখ্য মামলা পেন্ডিং রয়েছে। দীর্ঘদিন ধরে এই বিচার প্রক্রিয়া এগোয়নি। আজকে অনেক দেরিতে হলেও আমরা রায় পেয়েছি এবং অন্তত এটুকু আমাদের খুশি করেছে।
ফরহাদ হোসেন মনে করেন, আজকের রায় শুধু বিচারপ্রাপ্ত শহীদ পরিবারদের জন্য নয়, পুরো দেশের রাজনৈতিক মহলের জন্যও শিক্ষা।
তিনি বলেন, যে কেউ ক্ষমতা নিয়ে ফ্যাসিবাদী হয়ে ওঠে, তার চূড়ান্ত পরিণতি কী হতে পারে, তা আজকের রায় স্পষ্টভাবে দেখাল। এটি আমাদের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভবিষ্যতে কেউ যেন ক্ষমতার সুবিধা নিয়ে অন্যায় ও বর্বরতার পথ অনুসরণ না করে।
বিজ্ঞাপন
ফরহাদ হোসেনের মন্তব্যে উঠে এসেছে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার দীর্ঘ সময় ধরে বিলম্বিত হলেও রায় ঘোষণার মাধ্যমে শহীদ পরিবারগুলো অন্তত ন্যায়ের আলো দেখতে পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাকি মামলাগুলোরও দ্রুত বিচার হবে এবং দেশের ন্যায়বিচারের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।








