Logo

রাবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চালু হলো ই–কার সেবা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৫, ১৪:০৪
2Shares
রাবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চালু হলো ই–কার সেবা
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নতুনভাবে পাঁচটি ই–কার চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করতে এই উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে ই–কার সেবার উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান ও রাবির উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, “ই–কার সেবা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা হচ্ছে। বর্তমানে পাঁচটি ই–কার থাকলেও ভবিষ্যতে সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রমও শিগগির শুরু হবে।”

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “রুয়া শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করছে। ই–কার সেবার মতো উদ্যোগ বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য সহায়ক হবে।”

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “পরিবহন সুবিধার উন্নয়ন আমাদের ইশতেহারের অংশ। রুয়ার এই উদ্যোগ শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে এবং অন্যান্য ইশতেহারের বাস্তবায়নেও সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

ই–কার চালুর মাধ্যমে রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে নতুন স্বস্তি যোগ হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD