Logo

ছাত্রদলে যোগ দিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা রকি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১০ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৭
34Shares
ছাত্রদলে যোগ দিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা রকি
ক্যাম্পাস প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রকি ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে তিতুমীর কলেজ ছাত্রদলে যোগদান করেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শেখ শাহানাজ পারভীনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত কমিটিতে আব্দুর রহমান রকিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রকি বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি অনুসরণ করি, ক্যাম্পাসে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য’র কাজকর্ম পর্যবেক্ষণ করেছি, তিনি ছাত্রদলের রাজনীতি করে ক্যাম্পাসে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। তার চিন্তাধারা আমার কাছে খুবই ভালো লেগেছে।

এছাড়াও প্রধান কারণ হলো আমি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের আস্থা বিশ্বাসের জায়গা থেকেই তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ছাত্র অধিকার পরিষদেরর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি। ব্যক্তিগতভাবে কোনো চাপ বা দ্বন্দ্বের কারণে নয় বরং শহিদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের প্রতি আকর্ষণ থেকেই আমি স্বেচ্ছায় নতুন প্ল্যাটফর্মে যোগ দিয়েছি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD