Logo

ডেঙ্গুর থাবায় না ফেরার দেশে তরুণ চিকিৎসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:০৮
93Shares
ডেঙ্গুর থাবায় না ফেরার দেশে তরুণ চিকিৎসক
ছবি: সংগৃহীত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সৌরভ সাহা নামের এক তরুণ চিকিৎসক মারা গেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ছিলেন ডা. সৌরভ সাহা। স্বপ্ন ছিল বড় চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করবেন। ইতোমধ্যে জয় করেছেন হেপাটোবিলিয়ারি সার্জারিতে এফসিপিএস ও এমএস পেজ এ। ক্যারিয়ারে কঠিন কঠিন ধাপ পার করে ডেঙ্গুর কাছে হার মানলেন তরুণ মেধাবী এই চিকিৎসক।

বিজ্ঞাপন

ডা. সৌরভ সাহা ছিলেন রংপুর মেডিকেলের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

এদিকে ডা. সৌরভ সাহার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন দেশের চিকিৎসক সমাজসহ বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

ডা. সৌরভ সাহার শিক্ষক ডা. নওশাদুজ্জামান হিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ছেলেটি সারাটা জীবন শুধু অমানুষিক পরিশ্রম ও কষ্টই করে গেল। একান্ত নিজের জন্য যখন পাওয়ার প্রবেশ দ্বারে ঠিক তখনি সৃষ্টিকর্তা ওকে নিজের কাছে নিয়ে গেলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD