Logo

নারায়ণগঞ্জ শিল্পনগরীতে বিস্ফোরণ: দগ্ধ ৬ শ্রমিক বার্ন ইনস্টিটিউটে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১২:০৯
20Shares
নারায়ণগঞ্জ শিল্পনগরীতে বিস্ফোরণ: দগ্ধ ৬ শ্রমিক বার্ন ইনস্টিটিউটে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন— কারখানার শ্রমিক আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও নিরাপত্তা সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

বিজ্ঞাপন

দগ্ধ শ্রমিক আল আমিন জানান, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ করার সময় হঠাৎ গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায়, এতে তারা ছয়জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। শরীরের কত শতাংশ অংশে দগ্ধ হয়েছেন, তা ড্রেসিং শেষ হলে জানা যাবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD