Logo

আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৫, ০১:১৪
19Shares
আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় তোলা রাজধানীর আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ আপাতত আর থাকছে না।

বিজ্ঞাপন

ট্রাফিক বিশৃঙ্খলার কারণে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) থেকে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছে পুলিশ।

এই বিষয়ে ডিএমপির শেরে বাংলা নগর থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আইডিবি ভবন ও নির্বাচন কমিশন ভবনের আশপাশ এলাকায় রাস্তার মাঝে ভাসমান দোকানে একদম ভরে গিয়েছে। এখান দিয়ে কোনো গাড়ি যেমন ঠিকভাবে চলাচল করতে পারত না, তেমনি মানুষের যাতায়াত করতেও কষ্ট হচ্ছিল। পরে অনেকে এই নিয়ে পুলিশকে অভিযোগ জানায়় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফোন করে এ বিষয়ে অভিযোগ জানায়। এ পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, এখানে কেক পট্টি আছে কি না, তা আমরা জানি না। আমরা জানি– নির্বাচন কমিশনসহ এ এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। আর এসব অফিসে যাওয়ার রাস্তায় এসব দোকানপাট অবৈধভাবে বসেছে। যার ফলে যাতায়াতে প্রচুর সমস্যা হয় এবং সবসময় রাস্তায় যানজট লেগে থাকে।

তিনি বলেন, এ নিয়ে জনগণের অনেক ক্ষোভ আছে এবং আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ আমরা সেখানে গিয়ে এসব দোকানদারদের বলে দিয়েছি এবং তাদের সরে যাওয়ার ব্যবস্থা নিয়েছি। আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) থেকে এখানে কোনো দোকানপাট বসানো যাবে না।

তিনি আরও বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমসহ আমাদের কাছে এ বিষয়ে সাধারণ জনগণের অনেক অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জনগণই আমাদের অভিযোগ জানাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে। আবার তারাই ওখানে বসে গিয়ে খাবার খাচ্ছে, মোটরসাইকেল রেখে পার্কিং বানিয়ে ফেলছে। এসব অবৈধ দোকান পাট যেন রাস্তায় না থাকে, এর জন্য তো জনগণকে আমাদের সহযোগিতা করতে হবে। তারা যদি অভিযোগ করে আবার তারাই গিয়ে যদি এসব দোকানপাটে খাওয়া দাওয়া করে, তাহলে কীভাবে হবে?

বিজ্ঞাপন

অন্যদিকে জানা যায়, আগারগাঁও মেট্রো স্টেশনের পাশে কেক পট্টির শুরুটা ছিল– স্বতস্ফূর্ত‌ভাবে কিছু তরুণ-তরুণী নিজের হাতে বানানো কেক বিক্রি করা থেকে। ধীরে ধীরে ‘কেক পট্টি’ নামেই জায়গাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইউটিউব ও ফেসবুকে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ে, ভিড় জমে শহরের নানা প্রান্ত থেকে আসা কেকপ্রেমীদের।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন সন্ধ্যায় ইনস্টিটিউট অব আর্কিটেক্টস থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত কেক পট্টির দোকানগুলোকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমে উঠে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD