Logo

মিরপুরে আগুনে পুড়ে নিহত ১৬ জনের মরদেহ ঢামেকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ২৩:২১
7Shares
মিরপুরে আগুনে পুড়ে নিহত ১৬ জনের মরদেহ ঢামেকে
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে আগুনে পুড়ে নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ৩০মিনিটের দিকে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মিরপুর থেকে অগ্নিকাণ্ডে নিহত নারীর পুরুষসহ ১৬ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের সবার পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে আরও সময় লাগবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগা ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা এবং একটি রাসায়নিকের গোডাউন (কেমিক্যাল গোডাউন) ছিল বলে এখন পর্যন্ত জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত (মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়াও অনেকে আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টিরও বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD