Logo

বাবার সঙ্গে পোশাককর্মী আলোর শেষ কথা, আমরা আটকে গেছি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ২৩:৩৮
18Shares
বাবার সঙ্গে পোশাককর্মী আলোর শেষ কথা, আমরা আটকে গেছি
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন পোশাককর্মী মার্জিয়া সুলতানা আলো (১৮) ও তার স্বামী জয় (২২)। আগুন লাগার মুহূর্তে বাবাকে শেষবার ফোনে আলো বলেছিলেন, ‘কারখানায় আগুন লেগেছে, আমরা আটকে গেছি, বের হতে পারছি না।’ এরপর আর ফোন ধরেননি তিনি।

বিজ্ঞাপন

চলতি মাসের বুধবার (১ অক্টোবর) তারা দুজনই রূপনগরের ‘আরিয়ান ফ্যাশন’ পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন—জয় ছিলেন অপারেটর আর আলো হেলপার।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৩০মিনিটের দিকে ওই চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, পাশের টিনশেড কেমিক্যাল গোডাউন থেকে আগুন শুরু হয়ে গার্মেন্টস ভবনে ছড়িয়ে পড়ে।

আলোর মা ইয়াসমিন বেগম বলেন, আমার মেয়ে বিয়ের পর স্বামীর সঙ্গে কাছেই টিনশেড ঘরে থাকত। আগুনের খবর শুনে দেখি আমাদের বস্তি থেকে ধোঁয়া উঠছে।

জয়ের মা শিউলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে আর ছেলের বউ—দুজনকেই খুঁজে পাচ্ছি না।

বিজ্ঞাপন

রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সে ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সেখানে স্বজনদের ভিড় আর আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD