Logo

রাজধানীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৫, ১০:৫৮
20Shares
রাজধানীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কনস্টেবলকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) ভোরে রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবলের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত এবংতার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়।

আরও পড়ুন: জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় ছাত্রী বর্ষা আক্তার আটক

বিজ্ঞাপন

নুরুল ইসলাম নামে একজন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, আমি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকি। আজ ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাসেল। এ সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে আমরা খবর পেয়ে চিকিৎসার জন্য প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, সকালের দিকে সিআইডির পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD