Logo

জবি ছাত্রদল নেতা খুন, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ২২:৩০
48Shares
জবি ছাত্রদল নেতা খুন, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদের হত্যার ঘটনায় সিটিটিভি ফুটেজ হাতে পেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।’

আরও পড়ুন: জবি শিক্ষার্থী হত্যায় সন্দেহের তালিকায় ছাত্রী ও তার প্রেমিক

বিজ্ঞাপন

হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।’

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রবিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মাথা থেকে কালো টি-শার্ট ও ব্যাগ পিঠে থাকা দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। পুলিশের ধারণা, এরা হত্যাকাণ্ডে জড়িত হতে পারে।

আরও পড়ুন: পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

এর আগে, রবিবার বিকেল ৪টা ৩০মিনিটের দিকে বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি ৩ তলায় পড়ে যান। আর সেখানেই তার মৃত্যু হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD