Logo

পুরান ঢাকার তাঁতিবাজারে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ২৩:১৯
17Shares
পুরান ঢাকার তাঁতিবাজারে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার বিচার দাবিতে তাঁতিবাজার মোড় অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। এরপর মিছলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় অবরোধ করে।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে?’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

অবরোধে অংশ নেওয়া শাহিন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্ষোভ জানিয়ে বলেন, একটি তাজা প্রাণ এভাবে ঝরে গেল, সেটা কল্পনাও করতে পারি না। তাকে নিয়ে তার পরিবারের কত স্বপ্ন ছিল, আজ সব শেষ হয়ে গেল। আমরা এ হত্যার বিচার চাই।

হাবিব নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD