Logo

মির্জা ফখরুলের ‘বিতর্কিত’ বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ২৩:৫৩
20Shares
মির্জা ফখরুলের ‘বিতর্কিত’ বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তেব্যে ‘আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলা তুলে নেব আমরা’— এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলা ভবন, মলচত্বর ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা “আবু সাইদের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই”, “মুগ্ধের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই”, “ওয়াসিমের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই”, “দিল্লিবাসীর পায়তারা করতে হবে দেশছাড়া”, “পুনর্বাসন করিস না, পিঠের চামড়া থাকবে না”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” সহ বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

সমাবেশে সূর্যসেন হলের ভিপি আজিজুল হক বলেন, “জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে আওয়ামী লীগ লকডাউনের নামে দেশে বিশৃঙ্খলা ও গভীর ষড়যন্ত্রের চেষ্টা করছে। ঠিক সেই সময় বিএনপির মহাসচিব ঘোষণা দিয়েছেন, তিনি আওয়ামী লীগের সব মামলা তুলে নেবেন।”

তিনি বলেন, “ছাত্রজনতার পক্ষ থেকে জানতে চাই— এটা কি আপনার ব্যক্তিগত মত, নাকি দলীয় অবস্থান? নাকি বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করি, আপনি দ্রুত এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন।”

তিনি আরও বলেন, “একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দোসররা আবার দিল্লির পতিত ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। জুলাই জনতা থাকতে খুনি আওয়ামী লীগ, যাদের হাতে দুই হাজার শহীদের রক্ত, তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।”

বিজ্ঞাপন

রিয়াজুল ইসলাম জুবা বলেন, “৫ আগস্টের পর থেকে তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলের কিছু নেতা পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শবিরোধী বক্তব্য ও গণহত্যাকারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন জাতির জন্য লজ্জাজনক। তারা যেন জুলাইয়ের পক্ষে থেকে নতুন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে।”

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD