Logo

‘হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ শ্লোগানে বিএনপির বিক্ষোভ মিছিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ২০:২৮
16Shares
‘হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ শ্লোগানে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের মূল উদ্দেশ্য ছিল, জেলা ও থানা এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি এবং আগামী ১৩ নভেম্বরের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম প্রতিহত করা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে মিছিলটি স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া ও সারুলিয়া এলাকা প্রদক্ষিণ করে।

পথসভায় বক্তারা বলেন, দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে কিছু পক্ষ। তবে যে কোনো মূল্যে ডেমরা থানা বিএনপি তা প্রতিহত করবে। ১৩ নভেম্বরের লকডাউন ঘোষণা আমাদের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না।

বিজ্ঞাপন

নেতারা আরও জানান, চোরাগোপ্তা হামলার যে কোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ঢাকা-৫ আসনে তারেক রহমান মনোনীত ধানের শীষের কাণ্ডারি নবী উল্লাহ নবী ভাইয়ের নির্দেশে ডেমরা থানা বিএনপি সর্বদা প্রস্তুত।

মিছিল ও পথসভায় অংশ নেন ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, কবির খান, হাজী হযরত আলী, মো. খোরশেদ আলম, মো. ওয়াহিদ উল্লাহ (ওয়াহিদ) মনির খান, মো. মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওকত আকবর, যুবদলের নেতা রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ বিন ইয়াহিয়া এবং ৬৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সহ-সভাপতি আলমগীর মিয়া।

বিজ্ঞাপন

বক্তারা সবশেষে দাবি করেন, ডেমরা থানা এলাকায় কোনো অবস্থাতেই আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনকে পদচারণার সুযোগ দেওয়া হবে না। বিএনপির প্রতিটি নেতা ও কর্মী সর্বদা সতর্ক এবং প্রস্তুত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD