এবার ঢাকার এক বালিকা বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে স্কুল শুরুর আগে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল প্রায় ৭টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে এটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, বিস্ফোরণে কেউ আহত হয়নি। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ বলছে, কারা এই ককটেল নিক্ষেপ করেছে তা এখনো নিশ্চিত নয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।
উল্লেখ্য, এর আগের দিন সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি কয়েকটি বাসেও আগুন দেওয়া হয়, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এসব নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








