পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়াম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ।
বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, পুরান ঢাকার শত বছরের পুরোনো ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজউক।
বিজ্ঞাপন
ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা সাত দিনের মধ্যে জমা না দিলে ভবনটি সিলগালা করা হবে।
তিনি বলেন, এক কাঠার কম জমিতে রাজউক কোনো প্ল্যান অনুমোদন করে না। অনেকেই জোর করে নির্মাণ করছেন; তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। তারপরও কেউ কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে কাজ চালাচ্ছেন।
কম জমিতে থাকা পুরোনো বা উঁচু ভবন একসঙ্গে ভেঙে কয়েকজন মিলে নতুন ভবন নির্মাণের পরামর্শ দেন রাজউক চেয়ারম্যান। তিনি মনে করেন, এতে আপাত ক্ষতি হলেও নতুন ভবনের উচ্চতা ও সুযোগ–সুবিধা তাদের আর্থিকভাবে লাভবান করবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে বা হেলে পড়েছে। পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে ৩ জনসহ সারা দেশে মোট ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ, যারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে পাঁচ শতাধিক আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।








