Logo

ভূমিকম্পে মেট্রোরেলের ৬টি স্টেশনে ফাটল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৩:২৯
19Shares
ভূমিকম্পে মেট্রোরেলের ৬টি স্টেশনে ফাটল
ছবি: সংগৃহীত

রাজধানীতে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর মেট্রোরেলের ছয়টি স্টেশনে ফাটলের চিহ্ন ধরা পড়েছে। ফাটল দেখা গেছে কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ ও ফার্মগেট স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে।

বিজ্ঞাপন

মিরপুর ১০ স্টেশনের একজন কর্মকর্তা জানান, স্টেশনের ভেতরের কিছু টাইলসে নতুন দাগ লক্ষ্য করা গেছে। অনুরূপ অবস্থার তথ্য দেন মিরপুর ১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের কর্মীরাও।

পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বে থাকা স্টেশন কন্ট্রোলার প্রথমে ফাটল অস্বীকার করলেও পরে দেখা গেলে জানান, এগুলো আগে থেকেই থাকতে পারে, আবার ভূমিকম্পের কারণে তৈরি হতে পারে। আগে খেয়াল করিনি।

বিজ্ঞাপন

ফাটল সত্ত্বেও বিকেল থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়। তবে অনেক যাত্রী উদ্বেগ প্রকাশ করেন।

একজন যাত্রী বলেন, মেট্রোরেল আমাদের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত ব্যয়ে তৈরি স্টেশনগুলোতে ক্ষতি দুঃখজনক। তবে প্রাকৃতিক দুর্যোগে কিছু করার থাকে না।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। তবে এগুলো গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রায়াল রান করে নিশ্চিত হওয়ার পরই মেট্রোরেল চলাচল শুরু করা হয়েছে।

মহানগরের এই পরিস্থিতি স্থানীয়দের মনে আতঙ্কের সঞ্চার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের পর অবকাঠামোর ক্ষতি মূল্যায়ন করা জরুরি। মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া যাত্রীদের জন্য ঝুঁকি কমানো সম্ভব নয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD