রাজধানীর বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর বনানীতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ৪/২ এর আওতাধীন বনানী এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় আবাসিক ভবনে অননুমোদিত অ-আবাসিক ব্যবহারের ফলে মোট ১২টি রেস্টুরেন্ট ও সেলুন/স্পা সিলগালা, ২২টি অফিস বন্ধের লক্ষ্যে অঙ্গীকারনামা গ্রহণ ও ১ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে আবাসিক ভবনে অ আবাসিক/ বাণিজ্যিক ব্যবহারের কারণে সিলগালাকৃত দোকান ও রেস্টুরেন্ট সমূহ হলো: তুর্কিস কাবাব এ্যান্ড রেস্টুরেন; ভাই ভাই রেস্তোরাঁ; শাকিল মোটরস; বিবিধারা রেস্টুরেন্ট (৪টি দোকান সিলগালা); Mens Club; লন্ডন সেলুন ও জেন্টস পার্লার; আহেলি কাবাব এন্ড চাইনিজ রেস্টুরেন্ট; পেশোয়ারি (টেইলর সপ); পেশোয়ারি (চায়ের দোকান); সালাম'স কিচেন ; খিচুড়ি ওয়ালা; কফিক্স।
বিজ্ঞাপন
এছাড়াও ১টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। এ সময় ৭টি ভবনে ২২টি অফিসকে বন্ধ করার জন্য ১ মাসের সময় দিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
রাজউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন








