ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সভাকক্ষে শনিবার (২২ নভেম্বর) ঝিনাইদহ অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক এই আয়োজনে ২০২৫-২৭ কার্যবর্ষের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নতুন কমিটি গঠিত হয়।
বিজ্ঞাপন
সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুস সালাম।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন- সিনিয়র সহসভাপতি-১ অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ (উপাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সিনিয়র সহসভাপতি-২ মোঃ কামরুল আলম (অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ) এবং কোষাধ্যক্ষ এসএম খালিদ সাইফুল্লাহ (সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর)।
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, নির্বাচিত সদস্যরা আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন ও ঘোষণা করবেন।
এই সাধারণ সভার মাধ্যমে ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি শুরু করল, যা আগামী দুই বছরের কার্যক্রমকে নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।








