Logo

বিয়ের দাওয়াত না দেওয়ায় ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২২ নভেম্বর, ২০২৫, ১২:১২
23Shares
বিয়ের দাওয়াত না দেওয়ায় ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০
প্রতীকী ছবি

ঝিনাইদহে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না-দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (২১ নভেম্বর) বাকড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল।

অভিযোগ রয়েছে, পাশের বাড়ির শাহিন উদ্দিনকে বিয়ের দাওয়াত না দেওয়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়। রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে শাহিন উদ্দিনের পক্ষের লোকজন রফিকুলের বাড়িতে হামলা করে।

বিজ্ঞাপন

এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD