প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বৈঠকে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে প্রথমবারের মতো রাজধানীর বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজে বের করতে ভাড়াটিয়া ও বাড়িমালিকদের সমন্বয়ে একটি বিশেষ গোল টেবিল বৈঠক আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞাপন
এই বৈঠক আগামী ২৭ নভেম্বর দুপুর ১:৩০ মিনিটে নগর ভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, এই বৈঠক আয়োজনের উদ্দেশ্য হলো বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যা, বাজার মূল্য, বাড়ি মালিক ও ভাড়াটিয়াদের অভিযোগ ও প্রস্তাবনা নিয়ে সরাসরি আলোচনা করা এবং সমাধানমুখী সিদ্ধান্ত নেওয়া।
বৈঠকের আগে সচিব মুহাম্মদ আসাদুজ্জামান নোটিশ জারি করেছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতির আহ্বান জানিয়েছেন। এই প্রথমবারের বৈঠকে ভাড়াটিয়া ও বাড়িমালিক উভয় পক্ষের সঙ্গে নগর প্রশাসনের কর্মকর্তারা বসবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
রাজধানীতে বাসা ভাড়ার ধারাবাহিক বৃদ্ধি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
ভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ বছরে ঢাকার বাসা ভাড়া প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। নিত্যপণ্যের দামের তুলনায় বাসা ভাড়া বৃদ্ধি প্রায় দ্বিগুণ।
বিজ্ঞাপন
এছাড়া ক্যাবের হিসাব অনুযায়ী, রাজধানীর ভাড়াটিয়াদের আয় অনুযায়ী বাসা ভাড়া খরচের পরিমাণও অত্যন্ত বেশি। ২৭ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের ৩০ শতাংশ, ৫৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের ৫০ শতাংশ, আর ১২ শতাংশ ভাড়াটিয়া আয়ের ৭৫ শতাংশ খরচ করেন ভাড়া পরিশোধে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান-২০২৩ অনুযায়ী, সিটি কর্পোরেশনে বসবাসকারীদের মধ্যে ৭২ শতাংশ ভাড়া বাসায় থাকেন, নিজের বাসায় বসবাস করেন মাত্র ২৫ দশমিক ৮৫ শতাংশ। দেশের মোট জনসংখ্যার ১৫ শতাংশ ভাড়া বাসায় থাকেন। শহরে প্রতি বছর প্রায় ৬ লাখ মানুষ ঢাকায় যুক্ত হচ্ছেন, যা দৈনিক গড়ে ১ হাজার ৭০০ জন।
আরও পড়ুন: পুরান পল্টনে ১০ তলা ভবনে আগুন
বিজ্ঞাপন
ঢাকা শহরের জনসংখ্যা বর্তমানে প্রায় আড়াই কোটি। ঘনবসতিপূর্ণ এই শহরে প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ৪৩,৫০০ মানুষ। এই সংখ্যা এবং বাসা ভাড়ার চাপ মিলিয়ে রাজধানীর বাড়িভাড়া বিষয়ক সমস্যাগুলো ক্রমবর্ধমান এবং তা নিয়ন্ত্রণে আনতে সরকারি পদক্ষেপ অপরিহার্য।
ডিএনসিসি সূত্র জানায়, বৈঠকে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়া ও বাড়িমালিকের অধিকার সংরক্ষণ, নতুন বাড়ি নির্মাণ ও ভাড়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই উদ্যোগের মাধ্যমে রাজধানীতে বাড়ি ভাড়া সংক্রান্ত ঝামেলা কমানো এবং নাগরিকদের জন্য বাসস্থান আরও সাশ্রয়ী ও নিরাপদ করার চেষ্টা করা হবে।








