Logo

থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:০৬
11Shares
থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী । ছবি: সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি বর্ষাবশেষ উদযাপন উপলক্ষে রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীকে সতর্ক করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে পবিত্র বড়দিন এবং নববর্ষ উদযাপন নিয়ে আয়োজিত সভায় তিনি বলেন, কোনও রকম মোটরকার রেসিং বা অনিয়ম হলে গাড়ি জব্দ করা হবে। নগরবাসীকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, নিরাপত্তার ঘেরাটোপে যেন সাধারণ জনগণের চলাচলে ব্যাঘাত না ঘটে, তা খেয়াল রাখতে হবে। বড়দিন যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সেই লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তদন্ত ও নজরদারিতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

কমিশনার জানান, ঢাকা মহানগরীতে এবার ৭৩টি চার্চে বড়দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেকোনও গুজব বা অপপ্রচারের কারণে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে তারা বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি চালাবে। এছাড়া, কোনো ধরনের আতশবাজি, ফানুস ও বিপজ্জনক পদার্থ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকবে।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সকল অনুষ্ঠান পূর্বানুমোদন ছাড়া করা যাবে না।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “নিরাপত্তায় কোন রকম শৈথিল্য প্রদর্শন করা হবে না। পটকা বা বিষ্ফোরক ক্রয়-বিক্রয় বন্ধ রাখতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম সতর্ক করে বলেন, থার্টি ফার্স্ট নাইটে কোনো আতশবাজি বা ফানুস উড়ানো থেকে বিরত থাকতে হবে।

ডিএমপি কমিশনারের আহ্বান, নগরবাসী যেন উৎসবের আনন্দে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং নগরীর জননিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD