আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে নিউ মার্কেট শাখার উদ্যোগে শীতার্ত মানুষদের জন্য এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাস্টার ও শাখা প্রধান ওমর ফারুক, শাখা উপ-ব্যবস্থাপক বেনজামিন ফরহাদসহ শাখার সকল নির্বাহী কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, আর্ত-মানবতার সেবায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তাদের সকল সিএসআর কার্যক্রম অব্যাহত রাখতে সদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।








