Logo

ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা, চাঙ্গা গরম পোশাকের বাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৭
8Shares
ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা, চাঙ্গা গরম পোশাকের বাজার
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। এমন তীব্র ঠান্ডায় ভারী কাপড় ছাড়া বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে, ঘরের ভেতরেও শীতের প্রভাব স্পষ্ট। এই তীব্র শীতের কারণে রাজধানীর বিভিন্ন মার্কেটে শীতের পোশাকের বিক্রি বেড়েছে অনেকগুণ।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান প্লাজা, গ্লোব সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, হকার্স মার্কেট ও বদরুদ্দোজা সুপার মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে এবং বিক্রিও ভালো চলছে।

রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাকের আয়োজন চোখে পড়ছে। জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, হুডি, মোটা টি-শার্ট, মাফলার, কানটুপি সহ বিভিন্ন ধরণের পোশাক সাজানো হয়েছে।

নিউমার্কেটে শীতের পোশাক বিক্রেতা মো. আশরাফুল ইসলাম বলেন, হঠাৎ করে শীত বেড়ে গেছে। তাই গত কয়েকদিন ধরে বিক্রি অনেক বেড়েছে। আগে যে পরিমাণ বিক্রি হতো, এখন তা প্রায় দ্বিগুণ।

বিজ্ঞাপন

নূরজাহান মার্কেটে ছেলে-মেয়েদের জন্য শীতের পোশাক কিনতে আসা ঢাকা আজিমপুরের বাসিন্দা ডলি চন্দ্র দাস জানান, এক সপ্তাহ ধরে শীত তীব্র হয়ে গেছে। আগের শীতের কাপড় এখনও ব্যবহার করছি, কিন্তু বাচ্চাদের নতুন পোশাক কিনতে হয়েছে। তারা তাদের পছন্দের জ্যাকেটের জন্য জেদ ধরেছে।

শীতের এই তীব্রতার কারণে নিউমার্কেট, ফার্মগেট, গুলিস্তান বঙ্গমার্কেট, মৌচাক ও মিরপুর এলাকার ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। নিম্ন ও মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ এসব দোকানে আসছেন। দোকানগুলোতে দামও নাগালের মধ্যে থাকায় ক্রেতারা সন্তুষ্ট।

বিজ্ঞাপন

কিছু দোকানে কাপড়ের দাম স্পষ্টভাবে টাঙানো থাকায় দর কষাকষির ঝামেলা কম, ফলে ক্রেতারা সহজে তাদের পছন্দের পোশাক কিনতে পারছেন। বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে বিদেশি পুরোনো কাপড়ও বিক্রি হচ্ছে। এখানে হুডি, সোয়েটার, জ্যাকেট, কার্ডিগান, মাফলার, মোজা, জাম্পার ও শিশুদের কাপড়ও মিলছে কম দামে।

ফুটপাতের দোকানগুলোতে বড়দের শীতবস্ত্রের দাম ৩০০ থেকে ১ হাজার টাকা এবং শিশুদের জন্য ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে মিলছে। কাপড়ের মান অনুযায়ী ২৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে, তবে ২৫০ থেকে ৭০০ টাকার পোশাকের চাহিদা বেশি।

বিজ্ঞাপন

ফুটপাতের বিক্রেতা রুবেল হাসান জানান, আমাদের দোকান ভাড়া দিতে হয় না। তাই স্বল্প মূল্যে বিক্রি করতে পারি। ক্রেতারাও কম দামে ভালো কাপড় কিনতে পারছে। গত কয়েক দিনে ক্রেতার চাপ বেড়ে গেছে এবং বিক্রিও আগের তুলনায় অনেক বেশি।

রাজধানীর কলাবাগান থেকে হুডি কিনতে আসা রাফিউল ইসলাম বলেন, শীতে নতুন হুডি কিনতে এখানে এসেছি। ফুটপাতে দাম কম, মান ভালো এবং অনেক রকম কাপড় একসাথে দেখা যায়। তবে ক্রেতা ও হকারের ভিড় অনেক। তবু কম দামে ভালো কাপড় কিনতে এখানেই আসি।

শীত যত বাড়ছে, ততই গরম কাপড়ের চাহিদা বাড়তে থাকবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য ফুটপাতের দোকানই এখন সবচেয়ে ভরসার জায়গা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD