Logo

কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৩
13Shares
কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাঁচামালের আড়ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে, যা এলাকায় উত্তেজনা তৈরি করেছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের অভিযোগ, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ এবং বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজি চালাচ্ছেন। ব্যবসায়ীরা চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানকে গ্রেফতার করার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেন।

তবে মানববন্ধনের সময় আব্দুর রহমানের অনুসারীরা হঠাৎ হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। হামলার পরে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় অস্থিরতা বিরাজ করেছে।

বিজ্ঞাপন

হামলার সময় ব্যবসায়ীরা স্লোগান দেন, "চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও-গুড়িয়ে দাও", "চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না"। তারা বলেন, পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করছে, ফলে হামলার পরও চাঁদাবাজরা শান্ত থাকে।

কারওয়ান বাজারের একজন ব্যবসায়ী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম, হঠাৎ করেই আমাদের ওপর হামলা করা হলো। পাশেই পুলিশের উপস্থিতি ছিল, তবুও এভাবে হামলা করা যায় কীভাবে, আমরা তা জানতে চাই।

বিজ্ঞাপন

অপর ব্যবসায়ীরা জানান, আব্দুর রহমানের অনুসারীরা তাদের শান্তিপূর্ণ অবস্থান উত্তপ্ত করেছে। তারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং দাবি করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজকে গ্রেফতার না করলে ব্যবসায়ীরা রাজপথে আন্দোলনে নামবেন।

দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি তারা অবগত আছেন এবং এজাহার দিলে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD