Logo

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালেই বাতিল হতে পারে লাইসেন্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১২:১২
রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালেই বাতিল হতে পারে লাইসেন্স
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন ‘নীরব অঞ্চল’-এ অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইন অনুযায়ী এমন অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা এবং তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকলেও প্রাথমিক পর্যায়ে যানবাহনভেদে নির্দিষ্ট অঙ্কের জরিমানা করা হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আয়োজিত ‘অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচিতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এসব তথ্য জানান।

তিনি বলেন, নীরব এলাকায় শব্দদূষণ কমাতে প্রথম ধাপে বড় যানবাহনের চালকদের ২ হাজার ৫০০ টাকা এবং মোটরসাইকেল চালকদের ১ হাজার টাকা জরিমানা করা হবে। তবে একই অপরাধ বারবার করলে শাস্তি আরও কঠোর হবে।

বিজ্ঞাপন

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, প্রথম দুইবার জরিমানার পরও কেউ নিয়ম না মানলে লাইসেন্সে পয়েন্ট কাটা শুরু হবে। পাঁচবার একই অপরাধে ধরা পড়লে চালকের লাইসেন্সে ধারাবাহিকভাবে পয়েন্ট কেটে নেওয়া হবে। নির্দিষ্ট সীমার পর সেই লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে অভিযান জোরদার করা হয়েছে। গত প্রায় দেড় মাসে নীরব এলাকায় হর্ন বাজানোর অভিযোগে প্রায় ৯ হাজার মামলা দায়ের করা হয়েছে, যা শব্দদূষণ রোধে পুলিশের সক্রিয় তৎপরতার প্রমাণ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শুধু আইন প্রয়োগ করলেই সমস্যার সমাধান হবে না; জনগণের সচেতনতা বাড়ানোও জরুরি। নাগরিকদের সহযোগিতা ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নীরব এলাকা যেমন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে অপ্রয়োজনে হর্ন না বাজানো সামাজিক দায়িত্বের অংশ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD