Logo

ছুটির দিনেও ঢাকার বাতাসে স্বস্তি নেই, মান ‘খুব অস্বাস্থ্যকর’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭
ছুটির দিনেও ঢাকার বাতাসে স্বস্তি নেই, মান ‘খুব অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

ছুটির দিনের সকালে রাজধানীর সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বায়ুদূষণ থেকে রেহাই পাচ্ছেন না ঢাকাবাসী। শুষ্ক ও শীতল আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরের দিকে অবস্থান করছে ঢাকা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ২৬৭। এই স্কোর অনুযায়ী শহরটির বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভো, যেখানে একিউআই স্কোর ছিল ৪৩৩। তালিকার তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা (২১৩), চতুর্থ স্থানে নেপালের কাঠমান্ডু (১৯৮) এবং পঞ্চম অবস্থানে ভারতের দিল্লি (১৯৭) রয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’, আর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ বাতাসের ইঙ্গিত দেয়।

এদিকে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD