রেকর্ড গড়া জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনি মাঠে সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অতীতের সব নির্বাচনে ভালোভাবেই প্রথম হয়েছেন তারা। তবে এবারের লক্ষ্য আরও বড়—এমন ব্যবধানে জয়ী হওয়া, যাতে ভবিষ্যতে কেউ সেই রেকর্ড ভাঙতে না পায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি এলাকা চকরিয়ার কোনাখালীতে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করে তিনি এসব কথা বলেন।
চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের প্রতীক এবং বিএনপি গণমানুষের রাজনৈতিক শক্তি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
প্রচারণার প্রথম দিনেই তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে চকরিয়ার কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় আয়োজিত পথসভাগুলোতে তিনি ভোটারদের কাছে সমর্থন চান এবং নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন: উন্মোচিত হলো বিএনপির নির্বাচনী থিম সং
এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন দশ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ এর আগে কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। চারদলীয় জোট সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।








