ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর পুলিশ প্লাজা এলাকা থেকে এই প্রচারণা কার্যক্রমের সূচনা করা হয়।
বিজ্ঞাপন
প্রচার শুরুর সময় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিল ও স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা এগিয়ে নেন।
আরও পড়ুন: উন্মোচিত হলো বিএনপির নির্বাচনী থিম সং
এই কর্মসূচিতে ঢাকা-১৭ আসনের নির্বাচন প্রচারণা কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম, আহ্বায়ক ইথুন বাবু এবং যুগ্ম-আহ্বায়ক রিজিয়া পারভীন উপস্থিত ছিলেন। তাদের পাশাপাশি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও পেশাজীবীরাও প্রচারণায় অংশ নেন।
বিজ্ঞাপন
প্রচারাভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। বক্তৃতায় তারা তারেক রহমানকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে তুলে ধরেন।
নেতারা বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ঢাকা-১৭সহ সংশ্লিষ্ট আসনগুলোতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করা জরুরি। প্রচারণা চলাকালে সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
বিজ্ঞাপন
নেতাকর্মীদের মতে, এই প্রচারণার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নির্বাচনী বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং ভোটের মাঠে ইতিবাচক সাড়া মিলবে বলে তারা আশাবাদী।








