উন্মোচিত হলো বিএনপির নির্বাচনী থিম সং

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী থিম সংটির মোড়ক উন্মোচন করেন। প্রকাশিত গানটিতে ‘ভোট দিবেন কীসে, ধানের শীষে’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এমন একাধিক পরিচিত নির্বাচনী স্লোগান স্থান পেয়েছে।
উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, একটি পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে দৃঢ় বন্ধন থাকে, তেমনি বিএনপি একটি সুসংহত রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করে। তিনি বলেন, সেই দর্শনের নাম বাংলাদেশি জাতীয়তাবাদ, যার প্রতীক ধানের শীষ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই প্রতীক অতীতেও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সম্ভব হয়নি। ধানের শীষ মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত, তাই ভবিষ্যতেও কেউ এটিকে মুছে দিতে পারবে না।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, থিম সংটি দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা ও নিলয়। এর কথা ও সুর করেছেন মো. তানভীর চৌধুরী।
বিজ্ঞাপন
নির্বাচনকে সামনে রেখে এই থিম সং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করছে বিএনপি।








