পুরান ঢাকার জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে নাজিরাবাজারের ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। এরপর মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত করা হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-১) মো. এনামুল হক জানান, চারতলা একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত জুতার কারখানাটিতে আগুন লাগে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এলাকায় স্বস্তি ফিরে আসে।








