যাত্রাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় এক ইলেকট্রিশিয়ান বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতের দিকে কাজলার নয়ানগর এলাকার একটি ভাড়াবাসায়। নিহত ইলেকট্রিশিয়ানের নাম মো. খাইরুল হাওলাদার (৫০)।
তিনি বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। নিহত খাইরুল কাজলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
বিজ্ঞাপন
খাইরুলের ভাতিজা মো. রুবেল জানিয়েছেন, চাচা বৈদ্যুতিক তারের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।








