নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

রাজধানীর পীরেরবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
বিজ্ঞাপন
পীরেরবাগ এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন।
দলীয় সূত্রে জানানো হয়, এর আগের দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. মোবারক হোসেন বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং কোনো ধরনের অরাজকতা কামনা করে না। তবে দলটির ওপর পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তারা তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: ই-টিকিট ছাড়া আর চড়া যাবে না ঢাকার বাসে
তিনি আরও বলেন, জামায়াত ও ছাত্রশিবিরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। দেশের মানুষ আগামী দিনে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় দাবি করে তিনি জানান, আসন্ন নির্বাচন ও যেকোনো সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় দলটি সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।
বিজ্ঞাপন
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।








