ই-টিকিট ছাড়া আর চড়া যাবে না ঢাকার বাসে

যাত্রী হয়রানি কমানো এবং ভাড়া আদায়ে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর ও আশপাশের রুটে বাস চলাচলে ই-টিকিটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এই সিদ্ধান্ত কার্যকর হলে নগরীর বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ই-টিকিট সংগ্রহ করে বাসে উঠতে হবে।
বিজ্ঞাপন
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবহন মালিকদের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়, ই-টিকিটিং চালুর মাধ্যমে ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহনশ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের অভিযোগ ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকিটিং ব্যবস্থার বাস্তবায়নে প্রতিটি রুটভিত্তিক পরিবহন কোম্পানির সঙ্গে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের চুক্তি হবে। এই ব্যবস্থায় যাত্রীরা মোবাইল অ্যাপ কিংবা নির্ধারিত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আগেই টিকিট সংগ্রহ করতে পারবেন। বাসে ওঠার সময় সেই টিকিট স্ক্যান বা যাচাইয়ের মাধ্যমে যাত্রা নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
পরিবহন মালিকদের দাবি, এই পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না। ফলে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক বেশি ভাড়া আদায়ের অভিযোগ কমবে এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছতা আসবে।
ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, দীর্ঘদিন ধরেই যাত্রীরা বাসে ওঠার সময় নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। ই-টিকিটিং চালুর মাধ্যমে সেই সমস্যা অনেকাংশে দূর হবে। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ই-টিকিটিং ব্যবস্থা ভবিষ্যতে পুরোপুরি ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে। এতে বাসে যাত্রী ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাত্রী সংখ্যার সঠিক হিসাব রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা এই নতুন ব্যবস্থাকে কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করবে।
ই-টিকিটিং চালু হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং যাত্রীসেবার মান উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








