তারেক রহমানের পক্ষে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে রাজধানীর গুলশান এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর ও বাঁশতলা এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রচারণা চলাকালে সংগঠনের নির্বাচনী টিমের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, লিফলেট বিতরণ করেন এবং ভোটাধিকার, গণতন্ত্র ও নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। এ সময় এলাকাবাসীর মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেই এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাঠপর্যায়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্পষ্টভাবে প্রমাণ করে যে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।
বিজ্ঞাপন
প্রচারণায় অংশ নেওয়া অনেক স্থানীয় বাসিন্দা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।
গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সভাপতি ও নির্বাচনী টিমের সমন্বয়ক মো. জহিরুল ইসলাম কলিমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজু আহাম্মেদ শাহ, রমিজ উদ্দিন রুমি, মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, মোস্তফা কামাল, এনামুল হক খান, আশরাফুল কবির বাচ্চু, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, শিরিন আক্তার, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মো. মাহাবুব আলম, মো. আলাউদ্দিন, কমর উদ্দিন, নাসরিন চৌধুরী, রোজিনা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতেও ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।








