Logo

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলে নির্মাণকাজ বন্ধ বহাল রাখল সুপ্রিম কোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৫৯
9Shares
পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলে নির্মাণকাজ বন্ধ বহাল রাখল সুপ্রিম কোর্ট
ছবি: সংগৃহীত

রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ যেকোনো ধরনের নির্মাণকাজ বন্ধের হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চেম্বার আদালত এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল থাকলো।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক আদেশে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে পান্থকুঞ্জ পার্ককে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশও দেওয়া হয়। এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

রিট আবেদনটি করেছিলেন ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ সমন্বয়ক আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ নয়জন।

এর আগে, কারওয়ানবাজার থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ নির্মাণ বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিল।

বিজ্ঞাপন

রিটকারীরা জানান, সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় পান্থকুঞ্জ পার্কে গাছ কাটা ও পরিবেশ ধ্বংস ঠেকাতে এবং পার্কের জীববৈচিত্র্য রক্ষায় আদালতের দ্বারস্থ হন তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD