দেশে আর যেন ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠিত না হয়: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, এই বিচারের মাধ্যমে আমরা চাই, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট শাসন ফিরে না আসে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের সাক্ষ্য দেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, “ন্যায়বিচার হলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও তাদের স্বজনদের শোক কিছুটা লাঘব হবে।”
বিজ্ঞাপন
এর আগের দিন, সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি সাক্ষ্য দিতে গিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠা, বিচার বিভাগকে নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার কৌশলসহ নানা বিষয় আদালতের সামনে তুলে ধরেন। আজকের সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপরই নেওয়া হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জবানবন্দি।
মামলার অগ্রগতির তথ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। ওইদিন ১৪তম দিনের শুনানিতে ছয়জনের সাক্ষ্য রেকর্ড করা হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১০ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি আদালতে বলেন, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগ সত্য এবং এ অপরাধে তিনি নিজেকে দোষী মনে করেন। একইসঙ্গে তিনি রাজসাক্ষী হয়ে আদালতের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।
তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে মামলাটির বিচার কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন