Logo

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৭:২২
15Shares
পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) রিটকারী সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এই আপিল দায়ের করেন। আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল করার দাবি জানানো হয়েছে।

গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনীর কিছু বিধানকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করে। একইসঙ্গে আদালত সংবিধানে গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের নির্দেশ দেয়। তবে ওই রায়ে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করা হয়নি।

বিজ্ঞাপন

হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিকশিত হয়। কিন্তু দলীয় সরকারের অধীনে শেষ তিনটি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। সেই অভিজ্ঞতার কারণে জন্ম নিয়েছিল জুলাই গণঅভ্যুত্থান।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ে উল্লেখ করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের চাহিদা অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে। পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে বাতিল ঘোষণা করা হয়েছে।

তবে হাইকোর্ট পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করেনি। রায়ে বলা হয়েছে, বাকি বিধানগুলো সংশোধনের জন্য আগামী জাতীয় সংসদ আইন অনুসারে জনগণের মতামত বিবেচনা করতে পারবে। এতে জাতির পিতার স্বীকৃতির বিষয় এবং ২৬ মার্চের ভাষণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

গণভোটের ক্ষেত্রে হাইকোর্ট পুনর্বহাল করেছে দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ। সংবিধানের ১৪২ ধারা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইন ৪৭ ধারা বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া হাইকোর্ট ৭ ক, ৭ খ এবং ৪৪ (২) অনুচ্ছেদও বাতিল করেছে। ৭ ক ধারায় সংবিধান বাতিল বা স্থগিতকরণের অপরাধ, ৭ খ ধারায় সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য করার বিষয় এবং ৪৪ অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎ করার বিধান অন্তর্ভুক্ত ছিল। ৪৪ অনুচ্ছেদের ২ ধারা বাতিল করে বলা হয়েছে, সংসদ অন্য কোনো আদালতকে হাইকোর্ট বিভাগের এখতিয়ার প্রয়োগের ক্ষমতা দিতে পারবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল