Logo

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩৯
11Shares
হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান বলে নিশ্চিত করেছে প্রসিকিউশন।

দিনের কার্যক্রমের শুরুতে প্রথমে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার সাক্ষ্যগ্রহণ শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করেন। এরপরই নাহিদ ইসলামের জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সময় সাক্ষ্যগ্রহণ চলে। তবে তা শেষ না হওয়ায় অবশিষ্ট অংশের জন্য মঙ্গলবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

মামলার অগ্রগতি সম্পর্কে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন। ১৪তম দিনে ছয়জনের সাক্ষ্যগ্রহণ রেকর্ড করা হয়। এর আগে ৮ সেপ্টেম্বর আরও তিনজন সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর মামলার ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষ্য দেন। তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন এবং স্বীকার করেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছিল। একইসঙ্গে তিনি আদালতের কাছে ক্ষমা চান এবং অনেক অজানা তথ্য প্রকাশ করেন। তার জেরা শেষ হয় ৪ সেপ্টেম্বর।

এছাড়া ১ সেপ্টেম্বর দশম দিনের শুনানিতে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীসহ ছয়জন সাক্ষ্য দিয়েছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD