Logo

শেখ হাসিনার আমলে পদোন্নতি হয়নি যোগ্যতার ভিত্তিতে

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩২
9Shares
শেখ হাসিনার আমলে পদোন্নতি হয়নি যোগ্যতার ভিত্তিতে
ছবি: সংগৃহীত

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে পুলিশ ও প্রশাসনে কোনো পদোন্নতি যোগ্যতার ভিত্তিতে হয়নি।

তার দাবি, সব পদোন্নতি নির্ভর করত ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ওপর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে জেরা চলাকালে তিনি এ মন্তব্য করেন।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে তার জেরা শুরু হয়, যা পরিচালনা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

বিজ্ঞাপন

জেরার একপর্যায়ে আইনজীবী আমির হোসেন বলেন, ২০০৮ সালে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় তৎকালীন ডিজিএফআইয়ের কর্মকর্তা জেনারেল আমিন, ব্রিগেডিয়ার বারী ও ব্রিগেডিয়ার মামুন খালেদ পদোন্নতি পান। তবে এটি ছিল তাদের যোগ্যতার ভিত্তিতে, পুরস্কার হিসেবে নয়। জবাবে মাহমুদুর রহমান জানান, এ বক্তব্য সত্য নয়। শেখ হাসিনার শাসনামলে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ঘটনা ঘটেনি।

তিনি আরও দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশের ডিআইজি থেকে ওপরের পদে পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন শেখ হাসিনা নিজেই। যাকে চাইতেন তাকে পদোন্নতি দিতেন, আর যাকে চাইতেন না তাকে বঞ্চিত করতেন।

বিজ্ঞাপন

প্রসিকিউটর মিজানুল ইসলামও এ বক্তব্যের প্রেক্ষাপটে বলেন, সাক্ষী মাহমুদুর রহমান আগেই উল্লেখ করেছিলেন যে, শেখ হাসিনা সরাসরি নিয়ন্ত্রণ করতেন উঁচু পর্যায়ের পদোন্নতি প্রক্রিয়া।

দ্বিতীয় দিনের মতো আদালতে জবানবন্দি দিতে গিয়ে মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়কার দুঃশাসনের চিত্র তুলে ধরেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় না আসে, সেই প্রত্যাশায় জুলাই গণহত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD