সাবেক ছাত্রলীগ নেতার পক্ষে জামায়াতপন্থি আইনজীবী

জুলাই আন্দোলনের সময়কার এক মামলায় সাবেক ছাত্রলীগ নেতার পক্ষে দাঁড়িয়েছেন জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক।
বিজ্ঞাপন
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার আদালতে তিনি তার মক্কেলকে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন।
আব্দুর রাজ্জাক জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক এবং ঢাকা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিকের পক্ষে এ মামলায় আইনজীবী হিসেবে লড়ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সালাউদ্দিন জাবেদ গত বছরের ১৭ জুলাই আন্দোলনে যোগ দিতে রাসেল স্কয়ার থেকে সায়েন্সল্যাবের দিকে যাচ্ছিলেন। পথে কলাবাগান এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার মোবাইল ফোন তল্লাশি করে। ফোনে আন্দোলনের ছবি ও ভিডিও পাওয়ায় তাকে মারধর ও হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার মানিব্যাগ থেকে চার হাজার টাকা নিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় সালাউদ্দিন জাবেদ গত বছরের ২৭ আগস্ট কলাবাগান থানায় মামলা দায়ের করেন। পুলিশ পরে আসামি সাদাফ আহমেদ অনিককে ২৭ মে এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সামছুল হক সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানি করেন।
অন্যদিকে অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি দেন আব্দুর রাজ্জাক। তিনি দাবি করেন, অনিকের সংগঠনে কোনো পদপদবি নেই। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
বিজ্ঞাপন