Logo

স্বাস্থ্য খাতে আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭
67Shares
স্বাস্থ্য খাতে আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে
ফাইল ছবি।

স্বাস্থ্য খাতে দুর্নীতির ঘটনায় আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এরআগে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ১০ দিনের রিমান্ডে চেয়ে ঠিকাদার মিঠুকে আদালতে হাজির করা হয়।

মামলায় দুদকের রাষ্ট্র পক্ষের আইনজীবীরা ১০ দিনের রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে ঠিকাদার মিঠুর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামির রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে, ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ১১ সেপ্টেম্বর ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে মিঠুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা–১)–এ মামলাটি করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দুদক।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আজ ১৮ সেপ্টেম্বর আবেদনের শুনানির দিন ঠিক করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

স্বাস্থ্য খাতে আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে