Logo

৪ আগস্টেই নতুন সরকার গঠনের পরিকল্পনা হয়েছিল: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২২
40Shares
৪ আগস্টেই নতুন সরকার গঠনের পরিকল্পনা হয়েছিল: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এ সময় তাকে নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্যানেলে এ জবানবন্দি দেন নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৪ আগস্ট পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে অবস্থান ও বিক্ষোভ হয়। সেদিন ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে সরকারের ব্যাপক প্রস্তুতি, কারফিউ এবং সম্ভাব্য গুম-খুনের আশঙ্কায় কর্মসূচি এগিয়ে আনা হয় এবং ৫ আগস্ট তা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নাহিদের ভাষ্যমতে, মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে সমন্বয়কদের পক্ষ থেকে অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে যোগাযোগ করছিলেন মাহফুজ আলম। একই সময় নতুন সরকার গঠনের সম্ভাব্য প্রস্তুতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের সাক্ষ্যগ্রহণ চলে। তবে তা শেষ না হওয়ায় বৃহস্পতিবার অবশিষ্ট সাক্ষ্য রেকর্ড করা হয়। দুপুরের পর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

৪ আগস্টেই নতুন সরকার গঠনের পরিকল্পনা হয়েছিল: নাহিদ ইসলাম